জীবনের চলার পথে আম্বেদকরের আদর্শ তাঁর পাথেয়ঃ মন কি বাত অনুষ্ঠানে বললেন মোদী

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহত্মা গান্ধী, লালবাহাদুর শাস্ত্রী, রামমনোহর লোহিয়া, চরণ সিং এবং দেবীলালের অবদানের কথা মনে করিয়ে দেন৷ তিনি বলেন কৃষি ক্ষেত্রে যে বিপুল উন্নতি হয়েছে তার পেছনে এঁদের বিপুল অবদান আছে৷ ভারতীয় অর্থনীতিতে তাঁদের অবদান কখনই ভোলা সম্ভব নয়৷ প্রধানমন্ত্রী আরও বলেন জীবনে উন্নতি করতে হলে, বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে আভিজাত বা ধনী পরিবারেই জন্মাতে হবে তার কোনও মানে নেই৷ তার জন্য নিরলস পরিশ্রম করতে হবে৷ মনের জোর ও অদম্য উদ্দম দিয়েই যাবতীয় প্রতিকূলতা জয় করা সম্ভব৷ নমো বলেন পরিশ্রমের বিকল্প কিছু নেই। দেশের তরণ প্রজন্মের কাছে বাবা সাহেব হলেন সব থেকে বড় উদাহরণ ও অনুপ্রেরণা৷ পাশাপাশি মোদী বলেন, জীবনের চলার পথে সব সময়েই আম্বেদকরের আদর্শ তাঁরও পাথেয়৷

আজকের ভারত আম্বেদকরের ভারত৷ আম্বেদকরের জন্মজিন উপলক্ষে আগামী ১৬ এপ্রিল-৫ মে গ্রাম-স্বরাজ অভিযান পালিত হবে, উদ্দেশ গ্রামোন্নতি, দারিদ্র-দূরীকরণ, সামাজিক সুশাসন প্রতিষ্ঠা করা৷ প্রধানমন্ত্রী জনগণের কাছে আবেদন করেছেন সবাই যাতে এই যাত্রার সহযাত্রী হন৷ আজকের মেক ইন ইন্ডিয়াই বাবা সাহেবের জীবনের অন্যতম স্বপ্নের বর্হিপ্রকাশ৷ তাঁর স্বপ্ন ছিল শিল্পক্ষেত্রে দুরন্ত উন্নতি, প্রবল বেগে উন্নতি সাধন করা৷ এর জন্য দরকার ব্যাঙ্ক ব্যবস্থাকে শহর কেন্দ্রীক করে তোলা৷ এ সবই তাঁর মস্তিষ্ক প্রসূত৷

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজির মতো লক্ষ অবিচল রেখে সামনে এগিয়ে যেতে হবে৷ লালবাহাদুর শাস্ত্রীর মত কৃষিক্ষেত্রে পরিকাঠামো গঠনে জোর দিতে হবে, লোহিয়ার মতো গড়ে তুলতে হবে জন সচেতনতা৷ স্মরণ করিয়ে দেন ১৯৬৯ এর চরণ সিং তাঁর ভাষণে জনগণের কাছে আবেদন করেন যাতে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করা হয়৷

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*