হিন্দু-মুসলমান মিলে করলো রামপুজো

Spread the love

অংশুমান চক্রবর্তী

রবিবার রামনবমী। দেশে তথা রাজ্যের বিভিন্ন অঞ্চলে নিষ্ঠার সঙ্গে পালিত হয় এই উৎসব। পূর্বঘোষণা মতোই বিজেপি নেতারা অস্ত্র হাতে মিছিল বের করেন। মিছিলে ছোটো শিশুদেরও অস্ত্র হাতে দেখা যায়। অন্যদিকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করে। আশিস ব্যানার্জী, দিব্যেন্দু অধিকারী প্রমুখ নেতারা নিষ্ঠাভরে রামপুজো করেন। রামের প্রিয় পদ্মফুল বা অনান্য উপাচারে বিভিন্ন জায়গায় পুজিত হন রাম।

হাওড়ার রামরাজাতলা এমনিতেই রামপুজোর জন্য বিখ্যাত। তবে সব ঘটনাকে ছাপিয়ে গেছে একটি ঘটনা। প্রমান করেছে, ‘মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’। ঘটনাটির কথায় আসা যাক- হাওড়ার ৪৬ নম্বর ওয়ার্ডের কোনা এক্সপ্রেসওয়ের গড়পা অঞ্চলে রবিবার রামপুজো হয়েছে। এটি সাঁতরাগাছির স্টেশন সংলগ্ন অঞ্চল। শুধু এটুকু বললে ঘটনাটির বিবরণ অসম্পূর্ণ থেকে যায়। স্থানীয় তৃণমূল নেতা পার্থ বসুর উদ্দ্যোগে এই পুজোয় সরাসরি অংশগ্রহণ করেছেন হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ। এদিন পার্থ বাবু বলেন রামচন্দ্রকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের প্রতিবাদে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা রামপুজো করছি। রামচন্দ্র কারোর একার নয়, সবার। যারা রামচন্দ্রকে সামনে রেখে হিংসার রাজনীতি করে, তাদের বলি আমরা হিংসার বিরুদ্ধে শান্তির পক্ষে। আজ সারা দেশে তথা রাজ্যে যে অস্ত্র মিছিল হয়েছে তাকে আমরা ধিক্কার জানাই।

একই বক্তব্য পুজোয় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা তইবুর রহমান দর্জির। তইবুর এবং শেখ মাসুদ সমস্বরে বলেন, রামচন্দ্র সবার। তাই আমরা সবাই মিলে পুজো করছি। প্রসাদ বিতরণ করছি সবাই মিলে। আপনারাও আসুন, প্রসাদ খেয়ে যান। এইভাবে সম্প্রিতির বাতাবরণ সৃষ্টি করেছে হাওড়ার সাঁতরাগাছির স্টেশন সংলগ্ন গড়পার এই পুজোটি। এটি সারা দেশের কাছে দৃষ্টান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*