বল টেম্পারিং বিতর্কে নাজেহাল অবস্থা অস্ট্রেলিয়া ক্রিকেটে। তারই মাঝে বিশাল ব্যবধানে হারলো অস্ট্রেলিয়া দল। কেপটাউন টেস্টে চার দিনেই ৩২২ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো দক্ষিণ আফ্রিকা। ৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ১০৭ রানেই অলআউট হয়ে যায়। বিনা উইকেটে ৫৭ থেকে ১০৭ রানেই অলআউট হয়ে গেছে অসিরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫ রানে ৫ উইকেট নিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মরকেল। চার ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ৩০ মার্চ জোহানেসবার্গে শুরু হবে শেষ টেস্ট।
অস্ট্রলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফট ২৬, ডেভিড ওয়ার্নার ৩২ রান করেন। এরপরের ব্যাটসম্যানরা আর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। বল টেম্পারিংয়ের ঘটনায় এক টেস্ট নিষিদ্ধ হওয়া অধিনায়ক স্টিভ স্মিথকে (৭) ফেরান মর্নি মরকেল।
এর আগে তৃতীয় দিনের ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স করেন ৬৩ রান। কুইন্টন ডি ককের ৬৫ ও ফিল্যান্ডারের অপরাজিত ৫২ রানের দৌলতে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ৩৭৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১১ ও ২য় ইনিংস: ৩৭৩
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২৫৫ ও ২য় ইনিংস: (টার্গেট ৪৩০) ১০৭
দক্ষিণ আফ্রিকা ৩২২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মর্নি মরকেল।
ফাইল ছবি
Be the first to comment