আগে ভাঙড়ের সমস্যা মেটাও। তারপর অন্য কাজ করে দেওয়া হবে। প্রশাসনিক বৈঠকে কাইজারকে বললেন মুখ্যমন্ত্রী

Spread the love

দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,

১. এই জেলাতে ফুড প্রসেসিং এর খুব সম্ভাবনা আছে। এখান থেকে বিদেশে রপ্তানী করা যেতে পারে। এখানে তিনটি হাব করার চেষ্টা করতে হবে। এখানে অনেক সুযোগ আছে।

২. সাগর, নামখানা, পাথর প্রতিমা, গোবর্ধনপুর নিয়ে এক সঙ্গে একটা ট্যুরিস্ট প্যাকেজ করা হবে। এই জন্য অত্রি ভট্টাচার্যকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

৩. যারা নৌকা করে ট্যুরিস্ট নিয়ে যায় তাদের কেনো আটকানো হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফরেস্ট ডিপার্টমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। যেন আটকানো হয় তার দিকে দেখতে বললেন মুখ্যমন্ত্রী।

৪. গরম পড়তে শুরু করেছে। তাই যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ডিপ টিউব ওয়ালে করে দিতে হবে। এটা নিয়ে একটা সমীক্ষা করতে হবে। তারপর কাজ শুরু করতে হবে। বেশি টাইম লাগালে হবে না। জল নিয়ে ভালো কাজ করতে হবে।

৫. বিদ্যুৎ ও জলের সমস্যা আমি মানব না। সমস্যা মেটাতে হবে। তাতে যদি আমার পাশে কেউ থাকে বা না থাকে আমি ভাববো না। আমি জল ও বিদ্যুৎ এর সমস্যা মেটাতে চাই।

৬. জল ও বিদ্যুৎ এ নিশ্চয় কাটমানি খাবেন না। কাটমানি এখান থেকেও খাবে নাকি। কারো বিরুদ্ধে অভিযোগ এলে আমি ব্যবস্থা নেব। জলের সমস্যা মেটান।

৭. আগে ভাঙড়ের সমস্যা মেটাও। তারপর অন্য কাজ করে দেওয়া হবে। প্রশাসনিক বৈঠকে কাইজারকে বললেন মুখ্যমন্ত্রী।

৮. BLRO রা কাজে গাফিলতি করছে। এটা দেখতে হবে। সময়ের সাথী আমাদের অ্যাপস আছে। কেউ কাজে দেরি করলে অভিযোগ জানান। ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার – রফিকুল জামাদার

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*