দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে তৃতীয় টেস্টে বল বিকৃতি কান্ডে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্মিথ। এ বার সরে যেতে হল আইপিএল দলের অধিনায়কত্ব থেকেও। এবারের আইপিএল ২০১৮ এ রাজস্থান রয়্যালস তাঁকেই অধিনায়ক বেছে নিয়েছিল কিন্তু বল বিকৃতির মতো এক গুরুতর অভিযোগের জেরে তাঁর ক্রিকেট জীবনও হয়তো সংকটের মুখে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তাঁর এবং অস্ট্রলিয়া দলের এহেন কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁর জায়গায় ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে অজিঙ্ক রাহানেকে। রবিবার রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছিল, তাঁরা বিসিসিআই-এর সিদ্ধান্তের দিকে তাকিয়ে। যদিও তার আগেই সরে দাঁড়ালেন স্মিথ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হল তাঁরা স্মিথের জায়গায় দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রাহানেকে। রাহানেকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালসের এক কর্তা জুবিন ভারুচা বলেন, ‘‘অজিঙ্ক রাহানে রয়্যাল পরিবারের পুরনো ও গুরুত্বপূর্ণ সদস্য। ও জানে এই দলের সংস্কৃতি, মর্যাদা। ওর লিডারশিপ নিয়ে আমাদের কোনও সংশয় নেই।’’
Be the first to comment