রেলে ১ লক্ষ শূন্যপদের জন্য ইতিমধ্যেই জমা পড়লো প্রায় ২ কোটিরও বেশি আবেদনপত্র

Spread the love

১ লক্ষ শূন্যপদের জন্য জমা পড়েছে প্রায় ২ কোটিরও বেশি আবেদনপত্র৷ সোমবার রেলের তরফে এই তথ্যই জানানো হয়েছে৷ অনলাইন রেজিষ্ট্রেশনের জন্য এখনও আরও পাঁচদিন বাকি রয়েছে৷ ফলে আরও বেশি আবেদনপত্র জমা পড়বে বলে মনে করছে ভারতীয় রেল৷

প্রসঙ্গত, অনলাইন পরীক্ষা হবে ৯০ হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্টের জন্য৷ এছাড়াও আরপিএফ পোস্টের জন্য ৯৫০০ শূন্যপদ রয়েছে৷ তবে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ২ কোটির বেশি পরীক্ষার্থী আবেদনপত্র জমা দিয়েছে৷ কিন্তু ৫ দিন বাকি থাকায় এই সংখ্যা আরও বাড়বে৷ এদিকে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট ও টেকনিশিয়ানের জন্য ইতিমধ্যেই ৫০ লক্ষ আবেদনপত্র অনলাইনে জমা পড়েছে৷ জানা গিয়েছে, ২৬,৫০২ লোকো পাইলট ও টেকনিশিায়ন ও ৬২,৯০৭ গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে৷ ১৫টি ভাষায় প্রশ্নপত্র তৈরি করা হবে বলে খবর৷

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*