মঙ্গলবার ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে হঠাৎই আগুন লেগে গেলো। জানা গিয়েছে, ট্রেনটি এদিন সকালে বোলপুর স্টেশনে ঢোকার সময় যাত্রীরা সি-২ (C2) কোচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। এরপর বর্ধমানের মশাগ্রামের আগেই চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন যাত্রীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। সমস্ত বিষয় পরীক্ষা করে দেখেন তারা। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। মূলত শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ট্রেনটি দীর্ঘক্ষণ বর্ধমানের মশাগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকে। কামরা থেকে নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রীদের। তবে প্রায় ৩ ঘন্টা দেরীতে হাওড়া পৌঁছয় ট্রেনটি।
Be the first to comment