কমিশনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগেই টুইটে করে বিপাকে পড়লেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। প্রসঙ্গত, আগামী ১২ মে কর্ণাটকের ২২৪ আসনে ভোটগ্রহণ। ফল ঘোষণা ১৫ মে।
কিন্তু মঙ্গলবার কমিশনের ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই অমিত মালব্য ট্যুইট করে বলেন, কর্ণাটকের ভোট গ্রহণ ১২ মে এবং গণনা ১৮ মে। ফল গণনা নিয়ে ভুল টুইট করলেও প্রশ্ন উঠছে অমিত মালব্য কীভাবে ভোটগ্রহণের দিনক্ষণ আগেই জানতে পারলেন? কীভাবে ফাঁস হলো তথ্য?
এদিকে টুইট নিয়ে জলঘোলা হতেই তা মুছে দেন অমিত মালব্য। কিন্তু এখানেই বিষয়টি থেমে থাকেনি। এরপরই শুরু হয় তোলপাড়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এত সংবেদনশীল বিষয় ফাঁস হয় কীভাবে? তাদের পক্ষ থেকে যথাযথ শাস্তির দাবি ওঠে। মালব্যর এমন টুইট সম্পর্কে কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেন- বিজেপি সুপার নির্বাচন কমিশন হয়ে উঠছে। তারা নির্বাচন কমিশনের আগেই করা কর্ণাটকের ভোটের দিন ঘোষণা করে দিচ্ছে। মুখ থুবড়ে পড়েছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাও।
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, নির্বাচন কমিশন কী এখন বিজেপির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে?
তবে এদিন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত জানিয়েছেন, তথ্য ফাঁস নিয়ে তদন্ত হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment