দিল্লীতে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেছেন দলীয় সাংসদদের সঙ্গেও। শুধু তাই নয় একাধিক বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গেও মঙ্গলবার সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর।
এদিন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন,
১) বিজেপির চলে যাওয়ার সময় হয়ে গেছে।
২) অনাস্থা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না।
৩) বিজেপির মত আর কোনো সাম্প্রদায়িক দল হয় না।
৪) সব দলকে একসঙ্গে কাজ করতে হবে।
৫) যার যেখানে শক্তি বেশি। তাকে সেখানে কাজ করতে হবে।
৬) সব রাজ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে।
৭)সংসদে মর্যাদা পাচ্ছে না বিরোধীরা।
৮) সব দলের সঙ্গে আলোচনা হয়েছে।
৯) সনিয়াজীর শারীরিক অবস্থা ভাল নেই। দীনেশকে বলেছি যোগাযোগ রাখতে।
১০) আমলাদের বলছি সব কথা শুনবেন না। আজ ওরা ক্ষমতায় আছে কাল ওরা ক্ষমতায় থাকবে না।
১১) রাহুল মাঝে মাঝে আমাকে এসএমএস করেন।
১২) ২৩ বছর সংসদীয় রাজনীতির সঙ্গে জড়িত।
Be the first to comment