“অফিসারদের মানবিক হতে হবে”- নবান্ন

Spread the love

 

মানবিক হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে হবে। বিএলআরও অফিসারদের সাফ জানিয়ে দিল নবান্ন। প্রসঙ্গত, সোমবার পৈলানে দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন, “বিএলআরওরা তাদের দায়িত্ব পালন করছেন না। বহু ক্ষেত্রেই সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।” এই অভিযোগ পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে ভূমি  ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিব মনোজ পন্থকে প্রশ্ন করেন কেনো এই সমস্যা হচ্ছে? কেনো আপনারা দেখছেন না? সময় মত কেনো সাধারণ মানুষ তাদের সমস্যার সমাধান পাচ্ছেন না?

মুখ্যমন্ত্রী বলার পরেই মুখ্যসচিব মলয় দে প্রশাসনিক বৈঠকেই মনোজ পন্থ-কে নির্দেশ দেন, “বিএলআরওদের নিয়ে বৈঠক করে, এই সমস্যা দ্রুত মেটাতে।” সেইমত মঙ্গলবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রধান সচিব মনোজ পন্থ জেলার বিএলআরও দের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে বিএলআরওদের সাফ জানিয়ে দেওয়া হয়, কাজের ক্ষেত্রে মানবিক হতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণের মানুষের সমস্যা সমাধান করে দিতে হবে। যারা সময়ের মধ্যে কাজ করবেন না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও এদিন বৈঠকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, কোন কাজ কতদিনের মধ্যে করতে হবে, বিএলআরওদের তার টাইমলাইনও বেঁধে দিয়েছে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*