বিশ্ব নাট্যদিবসকে একটু অন্যভাবে উদযাপন করলো সুলতান নগর প্রাথমিক বিদ্যালয়

Spread the love

অংশুমান চক্রবর্তী

মঙ্গলবার, ২৭ মার্চ ছিল বিশ্ব নাট্যদিবস। আর এই দিনটি অন্যরকমভাবে উদযাপন করল দাসপুর-১ ব্লকের সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়। এদিন স্কুলের উদ্যোগে ঘাটাল-পাঁশকুড়া বাস রাস্তার বিভিন্ন স্টপেজে পরিবেশিত হয় পথনাটক ” তুমি নির্মল কর “। মূলত, স্বচ্ছ ভারত মিশন কিংবা নির্মল বাংলা মিশন কে মাথায় রেখেই এই নাটকের পরিকল্পনা। ছেলেমেয়েদের সুঅভ্যাসের সঙ্গে সঙ্গে এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধি করতেই এই নাটকটি পরিবেশিত হয়। “ডাস্টবিনের ব্যবহার” ছিল নাটকের মূল বিষয়। এছাড়া নাটকের গানও মুক্ত মঞ্চে পরিবেশিত হয়।

নাটকটি দেখার জন্য পথচলতি অনেক মানুষ এদিন ভিড় জমান। প্রসঙ্গত, নাড়াজোল-১ চক্রের এই বিদ্যালয় ২০১৩ সালে নির্মল বিদ্যালয়-এর পুরস্কার অর্জন করেছে। এছাড়াও বিদ্যালয়টি পড়াশুনার পাশাপাশি নাট্যচর্চা ও সামাজিক সচেতনতার বিভিন্ন কর্মসূচি গ্রহন করে থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*