অংশুমান চক্রবর্তী
২০১৭ সালের সাহিত্য অ্যাকাদেমির যুব পুরস্কার পেয়েছিলেন কাশ্মীরি কবি নিঘাত সাহিবা। তাঁর হাতে আজ মল্লিকা সেনগুপ্ত জাতীয় কবিতা পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। এদিন অনুষ্ঠানের সূচনায় কবি সুবোধ সরকার পুরস্কৃত কবির সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলার কবিতাপ্রেমীদের।
কবি মল্লিকা সেনগুপ্তের জন্মদিন উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে ‘আমি সিন্ধুর মেয়ে’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিনাকী ঠাকুর, পৌলমী সেনগুপ্ত, শিবাশিস মুখোপাধ্যায়, অংশুমান কর, কৌষীকী দাশগুপ্ত প্রমুখ। কথায়-কবিতায় তাঁরা স্মরণ করেন ‘মল্লিকাদি’ কে। প্রণতি ঠাকুর, সৌমিত্র মিত্র, সুতপা বন্দোপাধ্যায়, ব্রততী বন্দ্যোপাধ্যায় পরিবেশন করেন মল্লিকার কবিতা।
ভাষানগর, আবৃত্তিলোক, প্রতিভাস আয়োজিত এই অনুষ্ঠান প্রমান করলো অনুরাগী ও গুণমুগ্ধরা আজও অকাল প্রয়াত মল্লিকা সেনগুপ্তকে ভোলেনি।
Be the first to comment