এবার বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো সিপিএম

Spread the love

বিজেপির বিরুদ্ধে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে বিরোধীরা। কংগ্রেস, টিডিপি এবং ওয়াইএসআরের পর এবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল সিপিএম। সোমবার কেরলের বরিষ্ঠ সিপিএম নেতা পি. করুণাকরন এই প্রস্তাব জমা দিয়েছেন৷ কিন্তু ওয়েলে নেমে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি এবং আইডিএমকে সদস্যদের বিক্ষোভের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় এই অনাস্থা প্রস্তাব গ্রহণে বেশ কিছুটা দেরি হয় বলে জানিয়েছিলেন লোকসভার স্পিকার। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই অনাস্থা প্রস্তাব নিয়ে কোনও আলোচনাও হয়নি এখনও।

প্রসঙ্গত, মঙ্গলবার বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা। উত্তরপ্রদেশ ও বিহার উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর সংসদে অনাস্থা প্রস্তাব আনতে চেয়েছিল টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেস। কিন্তু বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে শুরু হয় লোকসভায় তুমুল হই-হট্টোগোল। আর হট্টোগোলের জেরে লোকসভা মুলতুবি হয়ে যাওয়ায় বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করতেও দেরি করে ফেলে। টিডিপি এবং ওয়াইএসআরের পর গত শুক্রবার লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অনাস্থা প্রস্তাবের আবেদন করে কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*