বুধবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেডেরাল ফ্রন্টে কংগ্রেস থাকবে কি না, তা আজই পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবারই দিল্লিতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন একাধিক বিরোধী দলের নেতা ও নেত্রী। এদিকে মঙ্গলবার সংসদে থাকা সত্ত্বেও সোনিয়ার সঙ্গে দেখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেসের অফিসে পাঠানো হয়েছিল দীনেশ ত্রিবেদীকে। জানা গেছে, মমতার সঙ্গে দেখা করতে চান সোনিয়াও। শরীর খারাপ বলে গতকাল থাকতে পারেননি তিনি।
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে অনান্য বিরোধী দলগুলো মমতাকেই আপফ্রন্টে রেখে এগোতে চায় বলে জল্পনা শুরু হয়েছে। কিন্তু সোনিয়া ও রাহুল এই প্রস্তাব মানবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যাচ্ছে। তাই পুরো দেশ এদিনের বৈঠকের দিকেই তাকিয়ে।
Be the first to comment