বুধবার আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে পিটার মুখার্জির বয়ান রেকর্ড করতে চেয়ে বিশেষ আদালতে আবেদন করতে চলেছে সিবিআই। জানা গিয়েছে, ১৬৪ ধারার অধীনে তাঁর বয়ান রেকর্ডের অনুমতি চাওয়া হবে।
প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়ার মালিকানা ছিল পিটার মুখার্জির হাতে। ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ডের অনুমতি পেতে ২০০৭ সালে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘুষ নেওয়ার অভিযোগে ২৮ ফেব্রুয়ারি চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কার্তিকে। ২৩ মার্চ ১০ লাখ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট।
এদিকে, বর্তমানে সিবিআই হেপাজতে রয়েছেন পিটার মুখার্জি। ২৬ মার্চ দিল্লির এক আদালত পিটার মুখার্জির ৫ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেয়।
Be the first to comment