সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে সরাতে জোটবদ্ধ হলো বিরোধীরা

Spread the love

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রকে সরাতে কোমর বেঁধে নামলো বিরোধীরা। তাঁকে সরাতে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, কোনও মামলার শুনানিতে ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগকে হাতিয়ার করেই দীপক মিশ্রকে পদচ্যুত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কংগ্রেস।

এদিকে বাম, সমাজবাদী পার্টি এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির সদস্যরাও কংগ্রেসের এই ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন করেছেন। ইতিমধ্যেই দীপক মিশ্রকে সরাতে একটি খসড়া তৈরি করা হয়। সেই খসড়া প্রস্তাবে বিরোধী দলগুলি সাক্ষর করেছে বলে খবর।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ওড়িশা সরকারের থেকে দু’একর জমি নেন প্রধান বিচারপতি মিশ্র। তবে মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে পরে সেই জমি কেড়ে নেওয়া হয়। তা সত্ত্বেও তিনি বহু দিন জমি দখল করে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। এরপর গত ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে প্রধান বিচারপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ৷ বিচারপতি রঞ্জন গোগই, কুরেইন জোসেফ, চেলামেশ্বর এবং মদন বি লকুর দাবি করেন, গুরুত্বপূর্ণ মামলাগুলির সঠিক বিচার না করে সেগুলি বিচারপতিদের বেঞ্চে দিয়ে দেওয়া হয়। এই দাবিতেই সরব হন তারা।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*