যোগী সরকারের নির্দেশ মতো বদলে গেল খোদ পুলিশের পোশাক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে খাকি উর্দি ছেড়ে এবার ধুতি-পাঞ্জাবিকেই পোশাক হিসেবে বেছে নিলেন পুলিশকর্মীরা। কাশী বিশ্বনাথ মন্দিরে পাহারায় থাকা পুলিশকর্মীদের উপর এমন ফতোয়া জারির পর বিস্মিত সকলেই।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের অন্যতম বিখ্যাত ও ঐতিহ্যবাহী মন্দির হল কাশী বিশ্বনাথ। মন্দির চত্বরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এতদিন চেনা খাকি উর্দিতেই তাদের দেখা গেলেও এবার থেকে মন্দির চত্বরে সাদা ধুতি ও হলুদ পাঞ্জাবিতেই দেখা যাচ্ছে পুলিশকর্মীদের।
তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এমন নির্দেশের পিছনে রয়েছে মন্দিরের বহু প্রাচীন রীতি। কাশী বিশ্বনাথ মন্দিরে কোনও পশুর চামড়া বা চামড়াজাত দ্রব্যের প্রবেশ নিষিদ্ধ। অথচ পুলিশের খাকি উর্দির মধ্যে থাকে চামড়ার বেল্ট ও জুতো। এতে মন্দিরের মর্যাদা অক্ষুণ্ণ হয়। তাই পুলিশের পোশাক বদলে ফেলারই সিদ্ধান্ত নিলো প্রশাসন।
Be the first to comment