মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইউ উইন মিনট। ইউ উইন মিনট ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছিলেন। মিনট দেশের সরকারপ্রধান বা স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত। বুধবার মায়ানমারের পার্লামেন্টের সদস্যরা তাকে এ পদে নির্বাচিত করেন। সপ্তাহখানেক আগে বিদায়ী প্রেসিডেন্ট উ থিন কিয়াও ‘স্বাস্থ্যগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা করেন। সূত্রের খবর, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দৌঁড়ে ছিলেন মিনট। নির্বাচনে ৬৬৪ ভোটের মধ্যে ৪০৩টি পেয়ে জিতে যান তিনি।
Be the first to comment