মাসানুর রহমান-
আগামী দিনে দেশ বিদেশের বাজারে দার্জিলিং চায়ের জনপ্রিয়তা বাড়াতে ব্র্যান্ডিং করার উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। তার জন্য তৈরী হতে চলেছে নির্দিষ্ট স্ত্র্যাটেজি। ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, দার্জিলিঙের চা ব্যবসার এমনিতে বাজার রয়েছে। কিন্তু, সেই বাজারটিকে আরও বেশী জনপ্রিয় করে তুলতে প্রয়োজন ব্র্যান্ডিং। তাই চা মালিক এবং বিভিন্ন দেশ বিদেশের কোম্পানিগুলির সঙ্গে আরও বেশী সংযোগ সাধন করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের আর্থিক বাজেটেও ব্র্যান্ডিং বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে।
দার্জিলিঙের চা ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়। জার্মানি, জাপান, ব্রিটেন, আমেরিকা হল মূল ক্রেতা তাই আন্তর্জাতিক স্তরে সেই চাহিদা বাড়াতেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
Be the first to comment