আইপিএল থেকেও নির্বাসিত স্মিথ-ওয়ার্নার

Spread the love

দেশের জার্সিতে নির্বাসিত হওয়ার পর আইপিএলের দরজাও বন্ধ হয়ে গেল দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের৷ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এবার আইপিএলে মাঠে নামতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা৷ বুধবারই অভিযুক্ত অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ স্মিথ ও ওয়ার্নার এক বছর এবং ব্যানক্রফট ৯ মাসের জন্য নির্বাসিত হয়েছেন৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণার পরই আসন্ন আইপিএলে স্মিথ ও ওয়ার্নারকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল আইপিএল গভর্নিং কাউন্সিল৷
আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার যে দু’জন ক্রিকেটারকে নির্বাসিত করেছে, আইপিএলেও তাদের জন্য কোনও জায়গা নেই৷ প্রথমে আমরা আইসিসির সিদ্ধান্ত এবং পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম৷ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণার পরই আমরা ওদের নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিই৷’
বল বিকৃতির ঘটনার প্রকাশে আসার পরই স্মিথকে নেতৃত্ব সরিয়ে দেয় রাজস্থান রয়্যালস৷ স্মিথকে সরিয়ে অজিঙ্ক রাহানের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় রাজস্থান রয়্যালস৷ আর বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসনের ঠিক আগে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব সরে দাঁড়ান ওয়ার্নার৷ কিন্তু নেতৃত্ব হারানোই নয়, ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসন ঘোষণার পরই স্মিথ ও ওয়ার্নারকে আইপিএল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় আইপিএল গভর্নিং কাউন্সিল৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*