কেন্দ্রীয় সরকার দ্বিচারিতা করছে, কোন রাজ্য বিজেপির দখলে, কোনটা বিরোধী দলের সেইসব বিচার করেই ভিন্ন আচরণ করছে বলে বুধবার অভিযোগ করলেন মায়াবতী। এদিন তিনি বিহার ও পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে বলেন, বিহারে সরকার চালাচ্ছে কেন্দ্রের শাসক জোট। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে, তাই দুজনের ক্ষেত্রে দুরকম মনোভাব দেখাচ্ছে মোদী সরকার।
এছাড়া বহুজন সমাজ পার্টির সভানেত্রীর আরও অভিযোগ, রামনবমীর মিছিল ঘিরে যারা হিংসা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারকে টার্গেট করা হচ্ছে। অথচ বিহারে একই ধরনের ঘটনায় সরকার এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। নাম না করে মায়াবতী কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অরিজিত শাশ্বতকেই ইঙ্গিত করছেন তা পরিষ্কার। সম্প্রতি ভাগলপুরে বেআইনিভাবে মিছিল বের করে অশান্তি ছড়ানোয় অভিযুক্ত হন তিনি। এদিন মায়াবতী প্রশ্ন তোলেন, কেন আইনশৃঙ্খলা ও সম্প্রীতির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এমন দ্বিচারিতা করছে?
পাশাপাশি মায়াবতী কঠোর হাতে এসব ঘটনা মোকাবিলা করার কথা জানান। তিনি বলেন এইসব তখনই করা সম্ভব যখন কেন্দ্রীয় সরকার পক্ষপাতহীন, ন্যায়সঙ্গত আচরণ করবে।
আর বুধবার বসপা নেত্রীর এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, বাংলা সম্পর্কে এমন মন্তব্য করার জন্য মায়াবতীজিকে ধন্যবাদ জানাই। আপনি বিজেপি সরকারকে উন্মোচিত করেছেন। আমরা একজোট হয়ে কাজ করছি বলে বিজেপি ভয় পেয়েছে।
Be the first to comment