ফিফা র‍্যাঙ্কিং-এ শীর্ষেই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

Spread the love

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জার্মানি ব্রাজিলের কাছে হারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকছে তারা। বার্লিনে মঙ্গলবার রাতে একমাত্র গোলে জার্মানিকে হারায় ব্রাজিল। এই জয়েও জার্মানিকে টপকাতে পারছে না ব্রাজিল। আগের মতো দ্বিতীয় স্থানে আছে তারা। আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা। আর গত বিশ্বকাপের রানার্স আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে হেরে পিছোলো এক ধাপ। র‍্যাঙ্কিং-এ ৫ এ নেমে যাবে তারা। ২০১৪ সালের পর এই প্রথম শীর্ষ চারের বাইরে চলে যাবে আর্জেন্টিনা। সৌদি আরবকে ৪-০ গোলে হারানো বেলজিয়াম দুই ধাপ এগিয়ে তিনে উঠবে। গত সোমবার নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারা পর্তুগাল এক ধাপ পিছিয়ে চারে নামবে। আর্জেন্টিনার বিপক্ষে বিশাল জয়ের পরও এক ধাপ পিছিয়ে আটে নেমে যাবে স্পেন। পোল্যান্ড ছয় থেকে নেমে যাবে দশে। ছয় ও সাতে থাকবে যথাক্রমে সুইজারল্যান্ড ও ফ্রান্স। দুই দলই দুই ধাপ করে এগোবে। এক ধাপ এগিয়ে নয়ে উঠবে চিলি। তবে বড় অবনমন হচ্ছে ইতালির। ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালি ছয় ধাপ পিছিয়ে ২০তম স্থানে নেমে যাবে। আগামী জুনে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপের আয়োজনকারী দেশ রাশিয়া তাদের ইতিহাসের সর্বনিম্ন ৬৬তম স্থানে নেমে যাবে।
নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ২০
১. জার্মানি
২. ব্রাজিল
৩. বেলজিয়াম
৪. পর্তুগাল
৫. আর্জেন্টিনা
৬. সুইজারল্যান্ড
৭. ফ্রান্স
৮. স্পেন
৯. চিলি
১০. পোল্যান্ড
১১. পেরু
১২. ডেনমার্ক
১৩. ইংল্যান্ড
১৪. তিউনিসিয়া
১৫. মেক্সিকো
১৬. কলোম্বিয়া
১৭. উরুগুয়ে
১৮. ক্রোয়েশিয়া
১৯. নেদারল্যান্ডস
২০. ইতালি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*