সুপ্রিয় মন্ডল –
হাল্কা গরম ও হালকা শীতের উষ্ণতায় গুটিয়ে আছে আমার শরীর,,,
পাশবালিশের মাঝে রেখে যাওয়া আমার কাঁচা ঘুম,
খালি পায়ে আবছা ভোরবেলা, এঁকে দিয়ে যায় কত চিহ্ন, সব কারসাজি ওই ভোরের নদীর!!
তারি মাঝে হঠাৎ আদুরে রোদের লীলাখেলা দেখানোর ধুম!!!
দূরের আকাশটা আজ নীলিমা ধূসরে নিলীন,
বালির মধ্যে হাতড়ে বেড়াই চোরাবালির অপূর্ব স্মৃতি,
আমার ডায়েরীর রঙ্গিন পাতায় আঁকা কিছু ছবির মলিন,,
আঁখি বুজলেই তোমার এক হালকা উপস্হিতি।।।
পুরানো স্মৃতি গুলো আজ মন কুঁড়ে কুঁড়ে খেয়ে যাচ্ছে আমার শরীরের নরম মাংসলপিন্ড,
হয়তো আজ অসম্পূর্ণ সকালটা তোমাকে ভাবাচ্ছে,,,
ভেবেও কোনো আত্মি মিটছে না আমার, ঘন ঘন দীর্ঘশ্বাস দিধাদিন্ড!
হয়তো বা তোমার অনুপস্থিতি মনের ক্যানভাসটা আরো জীবন্ত করাচ্ছে।।।।।
Be the first to comment