অবশেষে অনশন ভাঙলেন আন্না হাজারে, দেবেন্দ্র ফড়নবিশকে ছোঁড়া হলো জুতো

Spread the love

টানা ৬ দিন পর বৃহস্পতিবার অনশন ভাঙলেন আন্না হাজারে। জন লোকপাল, কৃষকদের সমস্যা ও দুর্নীতির মতো একাধিক ইস্যুতে দিল্লির রামলীলা ময়দানে অনশনে বসেছিলেন তিনি।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এদিন রামলীলা ময়দানে গিয়ে আন্না হাজারের সঙ্গে দেখা করেন। এরপরই অনশন তুলে নেন তিনি। জানা গিয়েছে, গত ২৩ মার্চ অনশনে বসেছিলেন এই সমাজকর্মী। গত ৬ দিনের অনশনে ৫ কেজি ওজন কমেছে তাঁর।

এদিকে অনশন ভাঙার পর আন্না হাজারে বলেন, সরকারকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল। আগামী অগাস্ট মাসে সেই সময়সীমা শেষ হবে। তারমধ্যে যদি দাবি পূরণ না হয়, সেক্ষেত্রে ফের আন্দোলনে নামবেন তিনি। এদিন তিনি আরও বলেন, সরকার আর জনতা আলাদা নয়। জনতার ভালো করাই সরকারের কাজ। এধরনের আন্দোলন হওয়াই উচিত নয়।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই যে, এদিনের অনশন মঞ্চে যখন দেবেন্দ্র ফড়নবিশ বক্তব্য রাখছেন, তখন দর্শক আসন থেকে আচমকাই তাঁর দিকে জুতো ছোঁড়া হয়। যদিও জুতোটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানা গিয়েছে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*