হোটেলর ঘর বুক করতে ব্যবহার করা হল অভিনেত্রী উর্বশী রাউতেলার ভুয়ো আধার কার্ড। ঘটনায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।
প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গিয়েছে, এক অনুষ্ঠানের জন্য উর্বশী ও তাঁর টিম বান্দ্রার একটি পাঁচতারা হোটেলে যান। সেখানে অনুষ্ঠান চলাকালীন হোটেলের এক কর্মচারী অভিনেত্রীকে জানান, তাঁর নামে হোটেলে ঘর বুক করা আছে। এ বিষয়ে উর্বশী নিজের সেক্রেটারিকে জিজ্ঞেস করেন। কিন্তু, সেক্রেটারি হোটেলে ঘর বুক করার কথা অস্বীকার করেন।
উল্লেখ্য, হোটেল কর্তৃপক্ষের তরফে উর্বশীকে ঘর বুকিংয়ের ডিটেলস দেখানো হয়। তাতেই জানা যায় যে উর্বশীর নামে ব্যবহৃত আধার কার্ডটি আসলে ভুয়ো। এরপর পুলিশ তদন্তে জানতে পারে, অনলাইনে হোটেলের ঘরটি বুক করা হয়েছিল। আর বুকিংয়ের সময় সেই ভুয়ো আধার কার্ডটি ব্যবহার করা হয়। তবে কে এই বুকিং করেছে, তা জানা যায়নি এখনও।
Be the first to comment