সিবিএসই’র অঙ্ক এবং ইকনমিক্স পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকেই ফাঁস হয়ে গেছে এ বিষয়টি আমাদের সবারই জানা। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী প্রকাশ জাভদেকর যদিও নানা অজুহাত দেখিয়েছেন বহু হাত ঘুরে পরীক্ষা কক্ষে পৌঁছায় প্রশ্নপত্র। সুতরাং সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীরাই বলে দিক কিভাবে প্রশ্নপত্র নিয়ে দূর্নীতি দূর করা যায়। কংগ্রেস এই প্রশ্ন ফাঁস নিয়ে বিপক্ষকে জেরবার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের বরিষ্ঠ নেতা কপিল সিব্বাল সোজা প্রশ্ন তুলেছেন ২৬ লক্ষ পরিক্ষার্থীর জীবন নিয়ে ছেলেখেলা করার অধিকার কে দিল কেন্দ্রকে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা উৎকন্ঠায় পড়েছেন। এই উৎকন্ঠা ক্ষোভে পর্যবসিত হয়। ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা বিভিন্ন জায়গায় এমনকি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী প্রকাশ জাভদেকর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১৪৪ ধারা জারি করেছে জাভদেকরের বাড়ির সামনে। ছাত্র-ছাত্রীদের রোধ করা হয়তো এভাবে যাবে কিন্তু এই গরমে রোদে সবরকম প্রস্তুতি নিয়ে একবার পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয়বার দেওয়া যে কত কষ্টের তা অবশ্যই জানে কেন্দ্রীয় সরকার। একটি সূত্রের মাধ্যমে একথাও জানা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আগে থেকেই জানতো কেন্দ্র সরকার।
Be the first to comment