ধরা পড়েও জাল ছিঁড়ে পালাল বাঘ। জানা গিয়েছে, শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘতোড়ার জঙ্গলে ঢোকে একদল স্থানীয় বাসিন্দা। বাঘের হামলায় জখমও হন ৩ জন। এরপরই স্থানীয় বাসিন্দারা চলে এলে জঙ্গলের মধ্যে একটি গর্তে পড়ে যায় বাঘটি। গর্তে পড়েই কালভার্টের তলায় লুকিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই জায়গাটি ঘিরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরে।
তবে এদিন খবর পাওয়ার পরই ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘটিকে জব্দ করতে চেয়েছিলো বিশেষজ্ঞ দল। বনকর্মীরা গর্তের দুধারে জালও লাগিয়ে ফেলেন বলে খবর। কিন্তু সেই জাল ছিঁড়েই পালিয়ে গেলো রয়্যাল বেঙ্গল।
Be the first to comment