জোহানেসবার্গে সিরিজ নির্ধারণী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে ৩১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তরুণ ওপেনার এইডেন মারক্রাম করলেন ১৫২ রান। মাকরাম চারটি সেঞ্চুরি করে ফেললেন ১০ টেস্টেই। ১৭ ইনিংসে ব্যাটিং গড় এখন ৫৬.৬৪। ১৭ চার ও ১ ছক্কার সাহায্যে তিনি ১৫২ রান করেন। বল টেম্পারিং কেলেঙ্কারিতে দলের অধিনায়কসহ প্রথম পছন্দের তিন ক্রিকেটারকে হারানোর ধাক্কা তো ছিলই। চোটের কারণে দলের মূল স্ট্রাইক বোলার মিচেল স্টার্ককেও হারায় অস্ট্রেলিয়া। আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলের জন্য প্রথম দিনটি খুব খারাপ কাটেনি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে পেসার কামিন্স এর বলে তাদের মাকরামের আউট হওয়ার পরের বলেই ফিরিয়ে দেন ফর্মের জন্য লড়তে থাকা প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিকে। তবে দ্বিতীয় নতুন বলে অভিষেক হওয়া পেসার চাড সেয়ার্স ৬৯ রানে ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩১৩/৬ (এলগার ১৯, মারক্রাম ১৫২, আমলা ২৭, ডি ভিলিয়ার্স ৬৯, দু প্লেসি ০, বাভুমা ২৫*, রাবাদা ০, ডি কক ৭* ; হেইজেলউড ০/৬০, সেয়ার্স ২/৬৪, কামিন্স ৩/৫৩, লায়ন ১/৯৫, মিচেল মার্শ ০/২৩, রেনশ ০/৪)।
Be the first to comment