আজকের দিন

Spread the love

হেমা মালিনী

জন্মদিন : ১৬ অক্টোবর ১৯৪৮ স্থান- মাদ্রাজ

তিনি অভিনেত্রী, পরিচালক, ডান্সার ও রাজনীতিবিদ। অভিনয় জগতে আত্মপ্রকাশ ১৯৬৩-তে তামিল ফিল্ম  Ithu Sathiyan এ নৃত্য শিল্পী হিসেবে। এরপর পুরোপুরি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৮-তে স্বপ্ন কা সওদাগর সিনেমায়, তাঁর পরিচিতি হয় আমজনতার কাছে ‘ড্রিম গার্ল’ হিসাবে, ফিল্ম কেরিয়ার এ তিনি ১৫০টি ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে best femail actors নির্বাচিত হন সিতা ঔর গীতা ছবিতে অভিনয় করে। কেরিয়ার এ তিনি স্বামী ধর্মেন্দ্র,রাজেশ খান্না,দেবানন্দ এর বিপরীতে অভিনয় করেছিলেন। ২০০০ সালে life time film fair achivement পেয়েছিলেন। তাঁর অভিনীত সিনেমাগুলি হলো- স্বপ্ন কা সওদাগর, জনি মেরা নাম, লাল পাথর, সীতা ঔর গীতা, ধর্মাত্মা, প্রতিজ্ঞা, যুগনু, আজাদ, নসিব, আন্ধা কানুন, আঁধি, তুফান, আলিবাবা চল্লিশ চোর, ভগবান, শোলে ইত্যাদি। শোলে ছবির সেই বিখ্যাত সংলাপ কে ভুলবে ‘চল মেরে ঝাঁনু, আজ তেরে ইজ্জত কি সওয়াল হায়’।

তিনি ভারত নাট্যম নাচের একজন বিখ্যাত শিল্পী ছিলেন, ২০০৩-০৯ পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। জন্মদিনে রোজদিন-এর শুভেচ্ছা।

নবীন পট্টনায়ক

জন্মদিন :  ১৬ অক্টোবর  ১৯৪৬ স্থান- ওড়িশার কটক

তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমানে ওড়িশার মুখ্যমন্ত্রী ও বিজু জনতা দলের নেতা। ইনি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের পুত্র।

তিনি দেরাদুনের ওয়েলহাম বয়েজস স্কুল, পরে দ্য ডন স্কুল এবং তারপর কিরোরীমাল কলেজ থেকে স্নাতক পাশ করেন। বাবা বিজু পট্টনায়কের মৃত্যুর পর বাবার নামে বিজু জনতা দল নামে এক নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

তাঁর দল বিজু জনতা দল ২০১৪-র সাধারণ নির্বাচনে ব্যাপক জয়লাভ করে ২১টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে এবং ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে ১১৭টিতে জয়লাভ করে।

রাজনীতিবিদ ছাড়াও তিনি একজন লেখকও। জনতার দরবারে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা আছে, তাঁর বিভিন্ন কাজের জন্য তিনি অনেক পুরষ্কারে ভূষিত হয়েছেন। জন্মদিনে রোজদিন-এর শুভেচ্ছা।

তথ্য সংগ্রহ : মাসানুর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*