শনিবার সমস্ত ব্যাঙ্কের গ্রাহকরা এনইএফটি ও আরটিজিএস পদ্ধতির মাধ্যমে লেনদেন করতে পারবেন বর্ধিত সময়েও। আজ এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একথাই জানিয়েছে।
শনিবার বর্তমান অর্থবর্ষের শেষ দিন। তাই আয়কর, দৈনন্দিন লেনদেন এছাড়াও একাধিক কাজ গ্রাহকরা যাতে সুষ্ঠু ভাবে করতে পারেন, তাই রিজার্ভ ব্যাঙ্ক আজকের জন্য ব্যাঙ্কিং পরিষেবা সময়সীমা রাত ৮টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।
এদিকে ইলেকট্রনিক লেনদেন মধ্যরাত পর্যন্ত করা যাবে। রিজার্ভ ব্যাঙ্কের সব কাউন্টার আজ রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। যদিও যাবতীয় লেনদেন পরিষেবা ২ এপ্রিল বন্ধ থাকবে। নতুন অর্থবর্ষের দ্বিতীয় দিন ব্যাঙ্ক ছুটি থাকার কারণে। মূলত, গ্রাহকদের ট্যাক্স দিতে যাতে সমস্যা না হয় সেই জন্য আয়কর দফতরের সব কাউন্টার শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও খোলা থাকবে।
Be the first to comment