অন্ধ্রপ্রদেশে শিলাবৃষ্টির জেরে মৃত্যু হলো ৪ জনের। আহত হয়েছেন আরও ৫০ জন। ঘটনাটি ঘটেছে, কাডাপা জেলার ভনতিমিত্তা গ্রামে। তবে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। জানা গিয়েছে, রামনবমী উপলক্ষ্যে তখন ওই এলাকায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, কোডানডরামা মন্দিরে রামনবমী উপলক্ষ্যে শুক্রবার রাতে শ্রীরামা কল্যাণম অনুষ্ঠান ছিল। সেজন্যই মুখ্যমন্ত্রী ও অসংখ্য পুণ্যার্থী সেখানে উপস্থিত ছিলেন। হঠাৎ শিলাবৃষ্টি শুরু হলে অস্থায়ী শেডের নিচে আশ্রয় নেন পুণ্যার্থীরা। কিন্তু, ভারী বৃষ্টিতে শেড ভেঙে পড়লে ৪ জনের মৃত্যু হয়। তবে ওই সময় মন্দির চত্বরে না থাকার জন্য মুখ্যমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment