কবিতা – সূর্যাস্ত

Spread the love

শ্যামাপদ মালাকার

মুছে যাওয়া বিকেলের- –
ডুবন্ত রোদের অর্দ্ধাংশ দেখি, দেখি,-
ফালি-বসনে শহরের উচ্ছিষ্ট-আবর্জনায় কুড়িয়ে বেড়ায় জীবনের গতি!

তারে আরো দেখি,-নির্জন গুরুগ্রীষ্মের তাপিত সড়ক পরে- –
যানের জানালায় বেরিয়ে আসা ‘আধুলিটা’ খুঁজে ফেরে!।

আর কতদিন– আর কতদিন যে আমার কবিতার দেশে এভাবে সূর্যাস্ত হবে- – –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*