চাকুরীজীবী হবু মায়েদের জন্য সুখবর শোনালো কেন্দ্র

Spread the love

হবু মায়েদের জন্য সুখবর। অবশেষে কার্যকর হতে চলেছে সাড়ে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি। নতুন বিল অনুযায়ী কর্মরত মহিলারা ১২ সপ্তাহ অর্থাৎ তিন মাসের বদলে ২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। তবে কাটা যাবে না মাইনের এক টাকাও। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের মহিলারাই এই সুবিধে পাবেন।

প্রসঙ্গত, গত বছরই মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত আইন সংশোধন করে কেন্দ্র। তা পাশ হওয়ার পরও বাধা হয়ে দাঁড়ায় পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইন। সেই জটিলতাকে সমাধান করে এবার শ্রমমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, সংশোধিত মেটারনিটি বেনিফিট অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী, এবার থেকে ১২ সপ্তাহের বদলে ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ দেওয়া হবে মহিলাদের৷ যে মহিলারা সন্তান দত্তক নেবেন, সন্তান পাওয়ার পর ১২ সপ্তাহ ছুটি পাবেন তারা। তবে সে ক্ষেত্রে সন্তানের বয়স তিন মাসের কম হতে হবে। ঠিক একই ভাবে কমিশনিং মাদাররা ও ১২ সপ্তাহের ছুটি পাবেন।

তবে সারোগেসি বা তিন মাসের কম বয়সী সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রেও মায়ের ছুটির মেয়াদও বাড়িয়ে ষোলো সপ্তাহ করার কথা ভাবছে শ্রম মন্ত্রক। এছাড়াও গর্ভবতী অবস্থায় মেডিকেল চেক আপের জন্য ছুটি পাবেন মহিলা কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*