কবি রাসবিহারী দত্ত স্মরণ

Spread the love

অংশুমান চক্রবর্তী

নিজে যতো না লিখেছেন, তার থেকে অনেক বেশী অন্যদের লেখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। শিশুসাহিত্য সংগঠনকে ছড়িয়ে দিতে বারবার ছুটে গিয়েছেন বাংলার বিভিন্ন জেলায়, গ্রামে-গঞ্জে, রাজ্য ও দেশের বাইরে। তিনি কবি রাসবিহারী দত্ত। কলেজে পড়াতেন, লিখেছেন অসংখ্য পত্রপত্রিকায়। শিশু সাহিত্যিক হিসাবে সুপরিচিত হলেও, কলম ধরেছেন বড়োদের জন্যও। সম্পাদনা করেছেন ক্রান্তিক, আলোর ফুলকি। তাঁর লেখা বইয়ের সংখ্যাও নিতান্তই কম নয়। সাহিত্যে নিবেদিতপ্রাণ মানুষটি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন।

রবিবার কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট অডিটোরিয়ামে তাঁর স্মরণসভার আয়োজন করেছিলো নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ। এই সংগঠনের তিনিই ছিলেন অন্যতম প্রাণপুরুষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র প্রসাদ দাস, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, আনসার উল হক, সত্যপ্রিয় মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট কবি-সাহিত্যিকরা। এদিন প্রত্যেকেই শিশু-সাহিত্য আন্দোলনে রাসবিহারী দত্তের অবদান সম্পর্কে আলোচনা করেন। কথাশিল্পর শিশুশিল্পীদের মুখে ফুটে ওঠে কবি রাসবিহারী দত্তের ছড়া-কবিতা।

পাশাপাশি অনুষ্ঠানে প্রকাশিত হয় মিষ্টিমুখ পত্রিকার রাসবিহারী দত্ত স্মরণ সংখ্যা। কয়েকদিন আগেও পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাদেমী সভাঘরে স্বপ্ন শিশিরের উদ্যোগে রাসবিহারী দত্ত স্মরণে এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট কবি-সাহিত্যিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*