দীর্ঘ ৯ বছর পরে পাকিস্তানে করাচিতে অনুষ্ঠিত হল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ৩টে টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ১৪৩ রানের বড় জয় পেল পাকিস্তান। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৬০ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন মহম্মদ। পাকিস্তানের ওপেনার ফকর জামান ৩৯ এবং মিডল অর্ডারে হুসেইন তালাত ৪১, সরফরাজ আহমেদ ৩৮ ও শোয়েব মালিক অপরাজিত ৩৭ রান করেন। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিনজন ব্যাটসম্যান দু’অঙ্কের রান করেন। মার্লন স্যামুয়েলস সর্বোচ্চ ১৮ রান করেন। পাকিস্তানের হয়ে মহম্মদ নওয়াজ, মহম্মদ আমির ও শোয়েব মালিক দু’টি করে উইকেট নেন। হাসান আলি ও হুসেইন তালাত একটি করে উইকেট নেন।
ফাইল ছবি
Be the first to comment