ঢাক ঢোল পিটিয়ে ছাগলের বিয়ে

Spread the love

তপন মল্লিক চৌধুরী

বিয়ের জন্য হিন্দু বিবাহ রীতি অনুযায়ী ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়ে হলুদ, আশীর্বাদ, ধান-দূর্বা, খাওয়া-দাওয়া— সমস্তরকম আয়োজনই করা হয়েছিল ত্রুটিহীনভাবে। শুধু কী তাই,  সেই বিয়ের সাক্ষী হতে প্রায় পাঁচশো মানুষ  হাজির হয়েছিল। তবে কোনো মানুষের বিয়ের জন্য এমন আয়োজন নয়। এই বিয়ের পাত্র পাত্রী ছিল ছাগল। হ্যা, বিয়ের পাত্র ও পাত্রীদের কথা শুনে আশ্চর্য হলেও এমনটাই ঘটনা। এতদিন ব্যাঙের বিয়ে, পুতুলের বিয়ের কথাই শোনা গেছে বা সেগুলি ঘটেওছে, এবার হল ছাগলের বিয়ে।

কয়েকদিন আগে অদ্ভুত এই বিয়ের আয়োজন করা হয় ভারতের উত্তরখন্ড রাজ্যের পানতুয়ারি গ্রামে। তিনদিনব্যাপী চলে অনুষ্ঠান। কোন ছাগলের সঙ্গে বিয়ে হবে তা বাছাইয়েরও সুযোগ ছিল। তবে আগে থেকে ঠিক করা ছিল না কোন ছাগলের বিয়ে দেওয়া হবে। সেটা শেষ মূহুর্তেই নির্ধারণ হয়। বাছাই শেষে রং মেখে নেচে-গেয়ে আনন্দ-ফূর্তির মাধ্যমে ছাগলের বিয়ে দেয়া হয়। বলিউড নায়িকাদের সঙ্গে মিল রেখে ছাগলের নামও রাখা হয় বিয়ের সময়।

স্থানীয় একটি বেসরকারী সংস্থার উদ্যোগে গত বছর থেকে এই ধরনের বিয়ের আয়োজন শুরু হয়েছে। মূলত ছাগল পালন বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও জানা গেছে। সংস্থাটির কর্মকর্তারা একথাও জানিয়েছে, উত্তরখণ্ডের পানতুয়ারি গ্রামে ছাগল পালনের মাধ্যমে উন্নত অর্থনীতির প্রবল সম্ভবনা রয়েছে। উন্নত জাতের ছাগলের মাংস ও দুধ উৎপাদনের মাধ্যমে স্থানীয় জনগণের আয় বৃদ্ধির লক্ষ্যে তারা ব্যতিক্রম এই বিয়ের আয়োজন করেছে। অনেক বিদেশি পর্যটকও বিষয়টি উপভোগ করেন। পরবর্তী সময়ে এই ধরনের আয়োজন মারফত পর্যটনের সম্ভাবনাও গড়ে ঊঠতে পারে বলেও মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*