এ কেমন চিকিৎসা?

Spread the love

রেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালের বেডের সঙ্গে বেঁধে রাখার ঘটনা এবার সামনে এলো৷ উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগই উঠেছে৷ সোমবার ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, রেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ২ ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়৷ জরুরি বিভাগে চিকিৎসা চলছিল তাদের৷ সেখানেই তাদের বেডের সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়৷ যন্ত্রণায় ছটফট করতে থাকা রোগীরা সাহায্য চাইলেও হাসপাতালের কর্মীদের দেখা মেলেনি বলে অভিযোগ৷ হাসাপাতালে রোগীদের সঙ্গে এমন ব্যবহারের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে হাস্পাতাল কতৃপক্ষ৷

তবে চিকিৎসকদের সাফাই, এখনও পর্যন্ত আহত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি৷ হাসপাতালের কর্মীরা তাদের পাশে সব সময় বসে থাকতে পারছে না৷ অন্যদিকে, বেডে কোনও সাইড গার্ড নেই৷ ফলে তাদের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে৷

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*