এইদিন আর বেশি দেরি নেই, যেদিন বিজেপি দেশের নামও বদলে দেবে

Spread the love

উত্তরপ্রদেশের পর্যটন দফতরের ব্রোশিওর থেকে তাজমহল বাদ দেওয়া হয়েছে।  বিজেপির কোনও এক নেতাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে তিনি বলেছেন, তাজমহল বিশ্বাসঘাতকদের দ্বারা তৈরি। এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিজেপি নেতাদের সম্পর্কে যত কম মন্তব্য করা যায় ততই ভালো। তাদের সম্পর্কে মন্তব্য করতে আমার লজ্জা হয়। ব্রিটিশ পিরিয়ডে অনেক কিছুই হয়েছে। সেগুলো আমাদের ঐতিহ্য। এমন দিন আসছে, যেদিন ভারতের নামও বদলে দেবে বিজেপি। কিন্তু আমাদের তো বৃহৎ দেশ। আমাদের ঐতিহ্য সুদৃঢ়। বিজেপির সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা হলো নৈতিকতা, ঐহিত্য—এগুলিকে ধ্বংস করা। এটা একটা ব্যর্থতা। হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান কে বানিয়েছে স্থাপত্য বা ঐতিহ্য তাতে সমস্যা কোথায়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাই তো আমাদের সংস্কৃতি। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে দিয়ে মানুষ বাঁচে কি। শুধু প্রেস পাবলিসিটি। বিরোধিতা করলে এজেন্সি লাগিয়ে দেওয়া। এমন মনে হয় শুধু তারাই চালাক, আমরা বোকা। এটা কোনও গণতন্ত্র নয়। এটা একনায়কতন্ত্র। এটা স্বৈরতন্ত্রের অন্ধকারাচ্ছন্ন দিন। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। মোঘলসরাই স্টেশনের নাম বদল নিয়েও মুখ্যমন্ত্রী বলেন, আমাদের নিজস্ব ইতিহাস আছে। শুধু মোঘল আছে বলেই তা নাম বদল করে দেওয়া হলো। এটা অভিপ্রেত নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*