পদ্মভূষণ পুরস্কার পেলেন ধোনি

Spread the love

পদ্মভূষণ ২০১৮ পুরস্কার পেয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি হলেন ভারতের ১১তম ক্রিকেটার যিনি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন।
ধোনি ছাড়াও ক্রীড়া ক্ষেত্রে বিলিয়ার্ডসে বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণীও পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে। বিশ্বজয়ের ঠিক সপ্তম বর্ষপূর্তিতে পদ্মভূষণে ভূষিত হলেন ধোনি।
অন্যদিকে একইসঙ্গে এই সম্মান পেলেন পঙ্কজ আডবাণী। ২০০৬ ও ২০১০ এশিয়ান গেমসে সোনাও জিতেছিলেন তিনি। ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাদের এই অসামান্য অবদানের জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এদিন সেনা-পোশাকে অনুষ্ঠানে হাজির হন লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি। ২০১১-এর নভেম্বরে তাঁকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেয় টেরিটোরিয়াল আর্মি। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে পদ্মভূষণ পেলেন মাহি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*