ইরাকে মৃত ৩৮ জনের মৃতদেহ দেশে ফেরানোর পরই বিতর্কে জড়ালেন ভি.কে সিং

Spread the love

ইরাকে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃহদেহ নিয়ে দেশে পা রেখেই বিতর্কে জড়ালেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি.কে সিং৷ জানা গিয়েছে, বিমানবন্দরে মৃতদের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কথা জিজ্ঞাসা করতেই মেজাজ হারিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেন ভি কে সিং৷ বলেন, এটা বিস্কুট বিলি করার নয়, মানুষের জীবনের ব্যপার৷

সোমবারই সেনার বিশেষ সি-১৭ বিমানে ৩৮টি কফিনবন্দী ভারতীয়র দেহ নিয়ে প্রথমেই অমৃতসরে পৌঁছন ভি.কে সিং৷ সেখানে তাঁকে মৃতের পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার প্রশ্ন করলে ভি কে সিং বলেন, ‘এটা বিস্কুট বিলি নয় ৷ এটা মানুষের জীবনের প্রশ্ন ৷ আমার এখন কী করার আছে ? আমি কী পকেটে কিছু রেখেছি?

প্রসঙ্গত, তাঁর এই মন্তব্যের জেরে বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ বিদেশ প্রতিমন্ত্রী এবং একজন প্রাক্তণ সেনাপ্রধান হয়েও কী করে এমন মন্তব্য করতে পারেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ তবে এখানেই থেমে থাকেননি তিনি ৷ ওই ভারতীয়রা বেআইনি ট্র্যাভেল এজেন্টদের হাত ধরে বেআইনিভাবে ইরাকে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে ইরাকে মৃত ৩৯ জনের মধ্যে একজনের দেহ নিয়ে আইনি জটিলতা থাকায় সেই দেহটি ছাড়া বাকি ৩৮ জনের দেহই দেশে ফিরিয়ে নিয়ে এনেছেন বিদেশ প্রতিমন্ত্রী৷ এঁদের মধ্যে রয়েছেন ২ বাঙালিও৷ নিহত খোকন শিকদার তেহট্টের বাসিন্দা এবং নিহত সমর টিকাদার চাপড়ার বাসিন্দা৷ তাঁদের দেহ সোমবার কল্যাণীর জেএনএম হাসপাতাল রাখা ছিলো। আর মঙ্গলবার সকালে তাঁদের পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*