কমলাদেবী চট্টোপাধ্যায়
৩ এপ্রিল ১৯০৩ – অক্টোবর ২৯, ১৯৮৮
তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্যা নেত্রী। স্বাধীনতার পর ভারতীয় হস্ত শিল্প, নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে এনার নিরলস প্রয়াস অবিস্মরণীয়।
১৯৫৫ সালে তাঁকে পদ্মভূষণ ও ১৯৮৭ সালে তাঁকে পদ্মবিভূষণ পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
==============================================================================================
জয়া প্রদা
জন্মঃ ৩ এপ্রিল ১৯৬২
তিনি একজন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিবিদ। তেলেগু, তামিল, হিন্দি, মারাঠী, বাংলা বহু ভাষার ছবিতে তিনি অভিনয় করেছেন। রাজনীতিতে তিনি ১৯৯৪ সাল থেকে তেলেগু দেশম পার্টিতে যোগদান করেন। পার্লামেন্টের সদস্য ছিলেন মধ্যপ্রদেশ থেকে।
সিনেমা জগতে তিনি ফিল্মফেয়ার পেয়েছেন।
মা, ফরিস্তে, ইন্দ্রজিত, আজ কা অর্জুন, একলব্য, আউলাদ, মে তেরা দুশমান, সংযোগ, মহাসংগ্রাম ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
==============================================================================================
প্রভু দেবা
জন্মঃ ৩ এপ্রিল ১৯৭৩
তিনি একজন বিখ্যাত ভারতীয় ডান্সার। নৃত্য কোডিওগ্রাফার, সিনেমা পরিচালক, প্রযোজক ইত্যাদি। তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা ছবিতে তিনি বহু কাজ করেছেন। ২৫ বছর ছবির জগতে এসে তিনি ২ ফিল্মফেয়ার ও সেরা কোডিওগ্রাফির পুরষ্কারও জিতেছেন। ভারতের মাইকেল জ্যাকসান বলে তাঁকে অভিহিত করা হয়।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment