ভুল ঘোষণার জেরে সোদপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল যাত্রীরা। চালানো হলো ভাঙচুরও। ঘটনার জেরে শিয়ালদহ মেন লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। বুধবার সকাল ৯.৫৩ মিনিটে সোদপুরের ২ নম্বর প্লাটফর্মে শিয়ালদহ গামী একটি ট্রেন আসার কথা ঘোষণা করা হয়। কিন্তু তার বদলে একটি থ্রু ট্রেন ওই প্লাটফর্ম দিয়ে পাশ করানো হয়। এদিকে যে ট্রেনটি আসার কথা ছিলো সেটি স্টেশনে না দাঁড়িয়েই চলে যায়।
আর এরপরই উত্তপ্ত হয়ে ওঠে নিত্যযাত্রীরা। সকাল ১০ টা থেকে শুরু হয় বিক্ষোভ। রেল লাইনে দাঁড়িয়ে প্রতিবাদে সরব হয় তারা। এদিকে বিক্ষোভের জেরে আটকে পড়ে বহু ট্রেন। পাশাপাশি জানা গিয়েছে ঘটনার জেরে প্রায় ১২ টি ট্রেন বাতিল করা হয়েছে।
Be the first to comment