অংশুমান চক্রবর্তী
ছোবল সুপ্ত থাকে, যদি পাতে পড়ে চিঁড়ে-গুড়
পরিস্থিতি বদলালে আমি, আমরা হই শঙ্খচূড়।
বিষ আছে প্রত্যেকের, আছে আছে সহ্যের সীমা
কবিতা মন্দ নয়, যদি থাকে আকাশে নীলিমা।
দাবানল জ্বলে উঠলে আপনি বাঁচলে তবেই তো বাবা
রং-তুলি ছোঁয়া হাত মুহূর্তে হয়ে যায় থাবা।
দুটি সত্ত্বা কাজ করে, ভালো-মন্দ, আলো ও আঁধার
ঠোঁটে দীর্ঘ চুম্বন, পরক্ষণে চোরাগোপ্তা মার।
আজ হয়তো নাগরিক, অরন্য থেকে গেছে মনে
তাই তো তীর-ধনুক হাতে তুলে নিই প্রয়োজনে।
আদিম প্রবৃত্তিগুলো মৃত নয়, আছে ছাই চাপা
প্রাসাদের সামনে এলে কণ্ঠ থাকে সামান্য কাঁপা।
পরমুহূর্তে হুংকার, ছোটো নয় কেউ কারও থেকে
প্রত্যেকে চমকে যাবে দুর্বলের পরাক্রম দেখে।
ছোবল সুপ্ত থাকে, শীতঘুম অনন্তকাল
জেগে উঠবে শঙ্খচূড় – যদি পাতো স্বার্থের জাল…
Be the first to comment