করাচিতে ৯ বছর পরে হওয়া আন্তর্জাতিক টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো পাকিস্তান

Spread the love

দীর্ঘ ৯ বছর পরে পাকিস্তানের করাচিতে আন্তর্জাতিক টি-২০ সিরিজ অনুষ্ঠিত হল। ৩টে টি-২০ ম্যাচ খেলতে পাকিস্তানে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম সারির ক্রিকেটাররা কেউ আসেননি। দ্বিতীয় সারির দল নিয়ে তারা খেলতে আসে। ৯ বছর আগে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হানা এখনো সারা বিশ্বের কাছে একটি কলঙ্কিত অধ্যায়। তারপর থেকে কোনো ক্রিকেট দলই পাকিস্তানে খেলতে যায়নি।
দীর্ঘ ৯ বছর ওয়েস্ট ইন্ডিজ আসে পাকিস্তানে ৩টি টি-২০ ম্যাচের আন্তর্জাতিক সিরিজ খেলতে। প্রত্যেকটা ম্যাচেই পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হয়েছে। সিরিজের প্রথম দুটি টি-২০ ম্যাচে টি-২০ তে বিশ্বচ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দল পাকিস্তানের কাছে দাঁড়াতেই পারেনি। আইসিসি টি-২০ ক্রিকেটের ১ নং দল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে দুইটি ম্যাচেই বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ দখল করে নেয়। গতকাল সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ। এদিন করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবীয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ। ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৯ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ভালো রান করেন দুই পাক ওপেনার ফখর জামান ও বাবর আজম। ৭ বলে ৪০ রান করেন ফখর জামান। বাবর আজমের ৫১ রান এসেছে ৪০ বলে। ম্যাচ সেরা হন ফখর জামান। আর সিরিজ সেরার পুরস্কার ওঠে বাবর আজমের হাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*