কবিতা- ‘কুঁড়ি’

Spread the love
জুলি লাহিড়ী
পথের ধারে জন্ম নেওয়া ছোট্টো একটি কুঁড়ি
দুই চোখে তারা অশ্রুধারা দিচ্ছে হামাগুড়ি ।
চলতে গিয়ে পথের ধারে রাস্তা গেছে বেঁকে
ছোট্ট কুঁড়ি বেড়ায় ঘুরি ধুলো গায়ে মেখে ।
সামনে যেতেই ছোট্টো কুঁড়ি বাড়িয়ে দিল হাত
ধুলো ভরা জীর্ণ শরীর মুখে লেগে দুধভাত ।
মা হারানো ছোট্টো কুঁড়ির জড়িয়ে ধরি গলা
কুঁড়ির নরম স্পর্শ নিয়ে আবার পথচলা।
ছোট্টো কুঁড়ি ফুল হয়েছে টগর তার নাম
পথের ফোটা সে ফুল জানে ভালোবাসার দাম ।
কেমন করে বাঁচাবে দেহ একলা বসে ভাবে
শেয়াল কুকুর সুযোগ পেলেই আচঁড়ে ছিঁড়ে খাবে ।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*