জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- পিত্তঘটিত রোগ। কর্মে সাফল্য। চাপমুক্তি।
বৃষ- পথদূর্ঘটনা। রক্তপাত। মস্তকে বা কাঁধে আঘাত।
মিথুন- বিবাহ বা প্রণয় সম্ভাবনা। আবেগ প্রবণতা। মূল্যবান দ্রব্য লাভ।
কর্কট- জলপথে ভ্রমন। প্রিয়জনসহ আনন্দ। সুখাদ্য ভক্ষন।
সিংহ- জমিজমা থেকে লাভ। সম্পত্তি প্রাপ্তি। অর্থাগম।
কন্যা- আত্মীয় বৃদ্ধি। গৃহে বন্ধু সমাগম। নতুন কর্মলাভ।
তুলা- জ্যোতিষচর্চায় আগ্রহ। প্রাচীন ভাষা চর্চা। জ্ঞানলাভ।
বৃশ্চিক- শত্রুতা। ক্ষতির আশংকা। সাবধানতা অবলম্বন করুন।
ধনু- শরীরচর্চা। রোগমুক্তির সূচনা। পারিবারিক সুখ বৃদ্ধি।
মকর- সহসা কর্মব্যস্ততা। যানবাহন সুখ। সন্তানের শুভ।
কুম্ভ- অযথা তর্ক। চাকুরীতে জটিলতা দুঃশ্চিন্তা।
মীন- ব্যবসায়ে চাপবৃদ্ধি স্ত্রীর শরীরখারাপ ও উদ্বেগ।
Be the first to comment