প্রশান্ত দাস –
বেহালায় ঘরের ফ্রিজের মধ্যে পাওয়া গেলো মা’র মৃতদেহ। ঘটনাটি বেহালার খোলসাপুরে। অভিযুক্ত ছেলের নাম শুভব্রত মজুমদার। সূত্রের খবর, শুভব্রত মজুমদারের বৃদ্ধা মা প্রায় বছর ৩ আগে মারা যান। সেইসময় দেহ দাহ না করে শুভব্রত বাবু দুটো ডিপ ফ্রিজ কেনেন। দুটি ডিপ ফ্রিজের মধ্যে একটিতে মা’র মৃতদেহ সংরক্ষণ করেন। পেশাগতভাবে শুভব্রত মজুমদার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। উনি চাকরি করতেন কলকাতা লেদার কমপ্লেক্সে। জানা গেছে, ৫ বছর আগে তিনি চাকরি ছেড়ে দেন। যেহেতু তিনি উচ্চশিক্ষিত (কেমিক্যাল ইঞ্জিনিয়ার) ছিলেন, জানতেন মৃতদেহ সংরক্ষণের জন্য কি রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এবং তা তিনি মায়ের মৃতদেহর উপর প্রয়োগ করে ডিপ ফ্রিজের মধ্যে দেহটি রেখে দেন। গতকাল সূত্র মারফৎ খবর পেয়ে বেহালা থানার পুলিশ তাঁর বাড়িতে হানা দেয়। দুতলা বাড়ির উপর তলায় থাকতেন শুভব্রত মজুমদার এবং তাঁর বাবা। নিচের তলার ঘর থেকে দুটো ডিপ ফ্রিজ এবং রাসায়নিক দ্রব্য উদ্ধার করে পুলিশ। একটি ফ্রিজের মধ্যে তাঁর মৃত মা’র দেহ পাওয়া যায়। পুলিশ শুভব্রত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য বেহালা থানায় নিয়ে যায়। পুরো ঘটনার ওপর তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment