কৃষ্ণসার শিকার মামলার রায় আজ, সলমন সহ ৫ অভিযুক্ত যোধপুরে

Spread the love

কৃষ্ণসার শিকার মামলার রায় আজ যোধপুরের আদালতে ভাগ্য নির্ধারণ হতে চলেছে সলমন খান এবং আরও চার অভিনেতার। ১৯৯৮ সালে সলমন খান, সেফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ে যোধপুর গিয়েছিলেন। অভিযোগ, শ্যুটিং চলাকালীন ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সলমন কৃষ্ণসার শিকার করেন। কাঙ্কাণি গ্রামে তাঁর বিরুদ্ধে যে দুটি কৃষ্ণসার শিকারের অভিযোগ রয়েছে, তারই আজ রায় দেবে আদালত। ৫ অভিযুক্ত সলমন খান, সেফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রে ইতিমধ্যেই যোধপুর পৌঁছেছেন। আজ বেলা ১১টায় আদালত রায় দেবে বলে খবর।
কৃষ্ণসার শিকারের মূল অভিযুক্ত সলমন খানের সঙ্গে রয়েছেন তাঁর দুই বোন আলভিরা ও অর্পিতা।  তাঁর বিরুদ্ধে বন্য পশু সংরক্ষণ আইনের ৫১ নম্বর ধারায় মামলা চলছে। অন্যদের বিরুদ্ধে এই ৫১ নম্বর ধারার পাশাপাশি বেআইনিভাবে জঙ্গলে ঢোকার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৪৯ নম্বর ধারাতেও মামলা চলছে। মামলায় দোষী সাব্যস্ত হলে ১ থেকে ৬ বছর জেলের ঘানি টানতে হবে তাঁদের। আজ কাটরিনাকে নিয়ে সলমান খান সিদ্ধি বিনায়ক মন্দিরে যান। 

এই কৃষ্ণসার হরিণের রক্ষণাবেক্ষণ যাঁরা করেন রাজস্থানের সেই বিশনই উপজাতির সদস্যরা জানিয়েছেন, তাঁদের স্থির বিশ্বাস, এবার তাঁরা ন্যায় বিচার পাবেন।

ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*