পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শাসক-বিরোধী বাকযুদ্ধ চরমে

Spread the love

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মিথ্যাচার করছে, শাসানি দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘রাজ্যের দাঙ্গাকারী দল হিসাবে চিহ্নিত বিজেপি ও তাদের সাগরেদরা যেভাবে মিথ্যাচার করছে, কুবাক্য ব্যবহার করছে তার কোনো সত্যতা নেই’।
এদিকে বিজেপিও মনোনয়নকে ঘিরে অশান্তির ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘গত কয়েকদিন ধরে যে হিংসা চলছে তা গণতন্ত্রের নামে ভন্ডামি চলছে। বিরোধীরা মার খাচ্ছে। বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। জোর করে আটকাতে চাইলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেব’।
আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শাসক দলের বিরুদ্ধে জোট বেঁধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ইঙ্গিত দিয়ে বিরোধিতার কথা বলে রাজনৈতিক পরিস্থিতিকে আরো উস্কে দেন। সূর্যবাবুর জোট বেঁধে প্রতিরোধের বিষয়টিতে যে আপত্তি নেই তা স্পষ্ট জানিয়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘সূর্য বাবুরা রাস্তায় নামুন। আমরা সঙ্গে আছি। আমরা একসঙ্গে আগে মনোনয়ন জমা দেবো, তারপর তৃণমূল দেবে।’
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ঘটনা নিয়ে বুধবার কমিশন থেকে রাজভবন অভিযানে দিনভর সক্রিয় ছিল বিরোধীরা। সেই সঙ্গে শাসক-বিরোধী তরজা ছিল তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*