রিপোর্টার – রফিকুল জামাদার
বিজেপি, কংগ্রেস ও সিপিএম মিথ্যাচার করে যে ভাবে রাজ্যপালকে ভুল তথ্য দিচ্ছে। আমরা সে বিষয়ে রাজ্যপালকে অবহিত করেছি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন তিনি আরো বলেন,
১) নমিনেশনের পরিসংখ্যানে দেখা গেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি জমা দিয়েছে।
২) আইনশৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাঁরা ভুল তথ্য দিচ্ছে।
৩) বিজেপির দলাদলিতে মৃত্যু হয়েছে বিজেপি প্রার্থী অজিত মুর্মূর।
৪) আজ দেখা গেছে কোনো একটি জেলায় বামফ্রন্ট অস্ত্র নিয়ে মিছিল করে নমিনেশন ফাইল করতে গেছে। অশান্তি ছড়িয়েছে।
৫) বাঁকুড়াতে আমাদের এক কর্মী মৃত্যুর সঙ্গে লড়ছে।বিজেপির হাতে তিনি আক্রান্ত হয়েছেন।
৬) মানুষের থেকে বিচ্যুত কিছু দল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন স্তব্ধ করে দিতে চাইছে।
৭) গ্রাম বাংলা আমাদের কাছে গর্ব। আমরা চাই উন্নয়নের সোপানে আমাদের প্রার্থীরা জয় যুক্ত হোক, বিরোধীদের মত অশান্তি করে নয়।
এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে তৃণমূলের ১০ জনের একটি প্রতিনিধি দল পৌঁছায়। রাজ্যপালের সঙ্গে তাঁরা বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা দলের সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।
Be the first to comment